হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

ইউএনও সেজে অভিযান, গণধোলাই শেষে পুলিশে দিল জনতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেজে অভিযান চালিয়ে জরিমানা আদায়ের সময় এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় জনগণ। আজ শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম রিন্টু মল্লিক (৪২)। তিনি চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার নুরুল হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকাল থেকে নিজেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে ডিঙ্গেদহ বাজার এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা আদায় করতে থাকেন রিন্টু মল্লিক। এ সময় একটি খাবারের দোকানে ২০০ টাকা জরিমানা করেন তিনি। পরে আরেকটি দোকানে গিয়ে মিষ্টি জব্দ করে তা বিনষ্ট করেন। এমন সময় বিষয়টি সন্দেহ হলে তাঁকে জেরা করেন স্থানীয়রা। এ সময় তাঁকে মারধরও করা হয়। পরে তাঁকে আটকে রেখে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানা হেফাজতে নেয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে রিন্টু মল্লিককে আটক করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত