হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে নাজমুল হোসেন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমুল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়দি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রিপন আলী (৩৬) একই এলাকার রেজাউল জোয়ার্দ্দারের ছেলে। 

আহত রিপন আলী বলেন, ‘সকালে নাজমুলের আলমসাধুযোগে ভুট্টা নিয়ে বিক্রির জন্য ডিঙ্গেদহ বাজারে গিয়েছিলাম। ভুট্টা বিক্রি শেষে ফেরার পথে জাফরপুর মোড়ে পৌঁছালে নাজমুল তাঁর আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আলমসাধুটি উল্টে গেলে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিপন নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর বাম হাতের হাড় ভেঙে যাওয়াসহ গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। একই দুর্ঘটনায় নাজমুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’ 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুরে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আলমসাধুর একজন আরোহী গুরুতর জখম হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন