হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিটসহ ৩ জন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথ বাহিনীর অভিযানে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিটসহ (মদ তৈরির কাঁচামাল) তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার ভোরে দর্শনা থানার আনোয়ারপুরের হঠাৎপাড়া থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দর্শনার আনোয়াপুর এলাকার আমিনুল ইসলাম (৪৫), একই এলাকার মিতুল মিয়া (৪০) ও শফিকুল ইসলাম (২০)।

আমিনুল ইসলাম জেলা শ্রমিক দলের সদস্য এবং মিতুল জেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।

অভিযান সূত্রে জানা গেছে, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিন মাদক কারবারির ভাড়া বাসা থেকে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসেন খান বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভেজাল মদ তৈরির জন্য বিপুল পরিমাণ স্পিরিট ওই বাড়িতে মজুত রাখা হয়েছিল। এসব রেকটিফাইড স্পিরিট কেরু অ্যান্ড কোম্পানি থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়।

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত