হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিটসহ ৩ জন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথ বাহিনীর অভিযানে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিটসহ (মদ তৈরির কাঁচামাল) তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার ভোরে দর্শনা থানার আনোয়ারপুরের হঠাৎপাড়া থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দর্শনার আনোয়াপুর এলাকার আমিনুল ইসলাম (৪৫), একই এলাকার মিতুল মিয়া (৪০) ও শফিকুল ইসলাম (২০)।

আমিনুল ইসলাম জেলা শ্রমিক দলের সদস্য এবং মিতুল জেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।

অভিযান সূত্রে জানা গেছে, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিন মাদক কারবারির ভাড়া বাসা থেকে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসেন খান বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভেজাল মদ তৈরির জন্য বিপুল পরিমাণ স্পিরিট ওই বাড়িতে মজুত রাখা হয়েছিল। এসব রেকটিফাইড স্পিরিট কেরু অ্যান্ড কোম্পানি থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়।

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন