হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পরীক্ষা দিতে না পারায় অভিমানে গলায় ফাঁস দিয়ে ইয়াসিন হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা যায়, নিহত ইয়াসিন সড়াবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। সে সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

নিহত স্কুলছাত্রের পরিবারের সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে ইয়াসিন বুকের ব্যথার জন্য ছটফট করতে থাকে। সে তার মাকে বুকে ব্যথার কথা জানালে তাকে ওষুধ খাওয়ানো হয়। আজ বৃহস্পতিবার সকালে ইয়াসিন বুকের ব্যথার কারণে বিদ্যালয়ে গিয়ে অসুস্থতার জন্য পরীক্ষা দিতে না পেরে বাড়িতে ফিরে আসে। একপর্যায়ে পরীক্ষা দিতে না পারার অভিমানে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। ইয়াসিনের কোনো সাড়া না পেয়ে তাকে ডাকাডাকি করেন তার মা। পরে ঘরের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পান তার মা। স্থানীয়দের সহযোগিতায় ইয়াসিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত