হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পরীক্ষা দিতে না পারায় অভিমানে গলায় ফাঁস দিয়ে ইয়াসিন হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা যায়, নিহত ইয়াসিন সড়াবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। সে সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

নিহত স্কুলছাত্রের পরিবারের সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে ইয়াসিন বুকের ব্যথার জন্য ছটফট করতে থাকে। সে তার মাকে বুকে ব্যথার কথা জানালে তাকে ওষুধ খাওয়ানো হয়। আজ বৃহস্পতিবার সকালে ইয়াসিন বুকের ব্যথার কারণে বিদ্যালয়ে গিয়ে অসুস্থতার জন্য পরীক্ষা দিতে না পেরে বাড়িতে ফিরে আসে। একপর্যায়ে পরীক্ষা দিতে না পারার অভিমানে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। ইয়াসিনের কোনো সাড়া না পেয়ে তাকে ডাকাডাকি করেন তার মা। পরে ঘরের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পান তার মা। স্থানীয়দের সহযোগিতায় ইয়াসিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত