হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগর বিএনপির নেতৃত্বে খোকন ও শাহজাহান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সদস্য ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সদস্য ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান। গতকাল রোববার বিকেলে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। এ ছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন জেলা বিএনপির সদস্য ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন উথলী ইউনিয়ন পরিষদের সদস্য আলতাফ হোসেন।

গতকাল রোববার সম্মেলনে ভোটে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, নির্বাচন কমিশনার ছিলেন খন্দকার অহিদুল আলম মানি খন্দকার ও সহযোগী সদস্য সেলিমুল হাবীব সেলিম। জীবননগর উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির সভাপতি, ১ নম্বর সহসভাপতি, সাধারণ সম্পাদক, ১ নম্বর যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হিসেবে ভোট দেন।

নির্বাচনে সর্বোচ্চ ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শাহজাহান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন তোয়া পান ১৩ ভোট। দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, রউফুন নাহার রীনা, খাজা আবুল হাসনাত, সিরাজুল ইসলাম মনি, হাবিবুর রহমান বুলেট, মনিরুজ্জামান মনির, রফিকুল হাসান তনু, নজরুল ইসলাম নজু, রফাতুল্লামহদার, আবু বক্কর সিদ্দিক, শাহজাহান কবির ও মাহতাব উদ্দীন চুন্নু। 

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন