হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় পথচারী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কলা বোঝায় মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল কুদ্দুস (৪৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা শহরর সিঅ্যান্ডবি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বাড়ির সামনে বাইসাইকেল যোগে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহর অভিমুখে যাওয়া একটি কলা বোঝায় সবুজ রঙের মিনি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের পরিবারের লোকজন জানান, দুপুরের খাবার খেয়ে বাইসাইকেল নিয়ে বাড়ির বাইরে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় এ ঘটনা ঘটে।

এ দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন পিপিএম (বার) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত