হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা বাজারে যাওয়ার পথে ছয়ঘড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন, রায়হান হোসেন (৩২) ও তাঁর মামাতো ভাই মো. হৃদয় (২২)। হৃদয় দামুড়হুদা উপজেলার বারাদি গ্রামের হোসেন আলীর ছেলে এবং রায়হান হোসেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনীপাড়ার ফারুক হোসেনের ছেলে। 

নিহত হৃদয়ের বাবা হোসেন আলী জানান, রায়হান মোটরসাইকেল যোগে দর্শনা বাজারে যাচ্ছিলেন। পথে ছয়ঘড়িয়া নামক স্থানে পৌঁছালে পার্শ্ব রাস্তা দিয়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রায়হান ও হৃদয় আহত হন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিলে রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হৃদয়। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, রায়হান ও হৃদয় নামের দুই যুবককে জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালে আনার আগেই রায়হানের মৃত্যু হয়েছে। হৃদয় চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় মারা যান। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়হান ও হৃদয়ের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রাখা হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন। 

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত