হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা বাজারে যাওয়ার পথে ছয়ঘড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন, রায়হান হোসেন (৩২) ও তাঁর মামাতো ভাই মো. হৃদয় (২২)। হৃদয় দামুড়হুদা উপজেলার বারাদি গ্রামের হোসেন আলীর ছেলে এবং রায়হান হোসেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনীপাড়ার ফারুক হোসেনের ছেলে। 

নিহত হৃদয়ের বাবা হোসেন আলী জানান, রায়হান মোটরসাইকেল যোগে দর্শনা বাজারে যাচ্ছিলেন। পথে ছয়ঘড়িয়া নামক স্থানে পৌঁছালে পার্শ্ব রাস্তা দিয়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রায়হান ও হৃদয় আহত হন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিলে রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হৃদয়। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, রায়হান ও হৃদয় নামের দুই যুবককে জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালে আনার আগেই রায়হানের মৃত্যু হয়েছে। হৃদয় চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় মারা যান। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়হান ও হৃদয়ের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রাখা হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন। 

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত