হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

পিস্তল, গুলিসহ পৌর যুবদল নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

গ্রেপ্তার পৌর যুবদল নেতা মিলন আলী। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্রসহ পৌর যুবদল নেতা মিলন আলী লিমনকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার ভোর ৫টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সেনাক্যাম্প। চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এতিমখানা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল (9 mm), একটি গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিলন আলী লিমন চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডের আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

চুয়াডাঙ্গা সেনাক্যাম্প জানায়, দীর্ঘদিন ধরে লিমনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে আজ শনিবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি অ্যামুনিশন, একটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন মোবাইল এবং ছয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে চারটি চায়নিজ চাপাতি, একটি চায়নিজ ছুরি এবং একটি রামদা। অভিযান শেষে সেনাবাহিনী আটক লিমন আলীকে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘শনিবার ভোরে সেনাবাহিনী লিমন নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। অস্ত্রসহ তাকে আটকের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।’

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন