হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

পিস্তল, গুলিসহ পৌর যুবদল নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

গ্রেপ্তার পৌর যুবদল নেতা মিলন আলী। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্রসহ পৌর যুবদল নেতা মিলন আলী লিমনকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার ভোর ৫টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সেনাক্যাম্প। চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এতিমখানা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল (9 mm), একটি গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিলন আলী লিমন চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডের আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

চুয়াডাঙ্গা সেনাক্যাম্প জানায়, দীর্ঘদিন ধরে লিমনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে আজ শনিবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি অ্যামুনিশন, একটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন মোবাইল এবং ছয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে চারটি চায়নিজ চাপাতি, একটি চায়নিজ ছুরি এবং একটি রামদা। অভিযান শেষে সেনাবাহিনী আটক লিমন আলীকে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘শনিবার ভোরে সেনাবাহিনী লিমন নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। অস্ত্রসহ তাকে আটকের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।’

এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দখল-দূষণে অস্তিত্ব সংকট মাথাভাঙ্গার

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা