হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দেশে পেঁয়াজের সংকট থাকবে না, রপ্তানিও করা হবে: কৃষিমন্ত্রী

‘দেশে উন্নতজাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করা হচ্ছে। এ জন্য চাষিদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তাই দেশে আর পেঁয়াজের সংকট থাকবে না। আমরা বিদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারব’-বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুরে মো. জাহিদুল ইসলামের গ্রীষ্মকালীন পেঁয়াজখেত পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আর কোনো বড় বিপর্যয় না আসলে সারসহ কৃষিপণ্যের কোনো সংকট হবে না।’

মৌসুম শুরুর অনেক দিন পর সরকারি প্রণোদনার বীজ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষি কর্মকর্তারা কাজ করেন না। তাঁরা সময়মতো বীজ আনেন না ও বিতরণ করেন না। তাঁরা ঢিলেঢালা। আপনারা মিডিয়াতে এসব লেখেন না কেন?’

পেঁয়াজখেত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুল রহমান মঞ্জু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ, উপজেলা কৃষক জোটের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

এর আগে জীবননগর উপজেলা কৃষক জোটের পক্ষ থেকে কৃষিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত