হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. ইস্রাফিল। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. ইস্রাফিল (৩৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আলামিন মাতুব্বর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত ইস্রাফিল জেলার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর নতুন গ্রামপাড়ার মৃত ওসমান গনির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৮ আগস্ট সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দামুড়হুদা উজিরপুর মাদ্রাসার সামনে অবস্থান নেয়। এ সময়ে একটি যানবাহন তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের নামে দামুড়হুদা থানায় মামলা করে।

চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মারুফ সরোয়ার বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত আসামি ইস্রাফিলের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

দখল-দূষণে অস্তিত্ব সংকট মাথাভাঙ্গার

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ