হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে ঠান্ডা জ্বর কাশির প্রকোপ বেড়েই চলেছে

চুয়াডাঙ্গার জীবননগরে ঠান্ডা জ্বর ও কাশির প্রকোপ দিনদিন বেড়েছেই চলেছে। আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সের নারী-পুরুষ। প্রতিদিন ওয়ার্ড পর্যায়ের ২০টি কমিউনিটি ক্লিনিক, দুটি উপস্বাস্থ্য কেন্দ্র, দুটি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীদের সেবা চিকিৎসা দেওয়া হচ্ছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো ঘুরে দেখা যায়, ঠান্ডা জ্বর ও কাশি নিয়ে প্রতিদিনই শিশুসহ নানা বয়সী নারী-পুরুষ চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। এ সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীর মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

ভুক্তভোগী অনেক রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে জ্বর আসে। জ্বর কমে গেলে শুরু হয় কাশি। আর কাশি থেকে সুস্থ হতে অনেক দিন পর্যন্ত সময় লাগে।

শাহাপুর কমিউনিটি ক্লিনিকের পরিবার কল্যাণ সহকারী আশরাফুন নাহার বললে, ‘প্রতিদিনই আমাদের ক্লিনিকে ঠান্ডা, জ্বর কাশি নিয়ে চিকিৎসা নিতে লোকজন আসে। তবে জ্বর আর কাশিতে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, ‘আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন গড়ে ৬ শত রোগী দেখি। আর ঠান্ডা জ্বর কাশি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঋতু পরিবর্তনের প্রভাবে এখন ঠান্ডা, জ্বর হচ্ছে। তবে সবাইকে সাবধান থাকতে হবে, যাতে জ্বর কাশি না হয়।’

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত