হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

তিন দিনের বৃষ্টিতে দামুড়হুদায় তলিয়ে গেছে ৯২২ বিঘা জমি

প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) 

তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একাধিক ফসলের মাঠ। শিষ ধরা ধান, কপি, ঝাল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের খেত এখন পানির নিচে। কৃষকের একমাত্র আয়ের উৎস বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় তাঁদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

দামুড়হুদা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলায় গত সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলার প্রায় ১ হাজার বিঘা ফসলি জমিতে পানি জমেছে। যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ভরা মৌসুমে আমন ও আউশ ধান, গ্রীষ্মকালীন সবজি কফি ঝাল, মিষ্টি কুমড়া, পেঁপেসহ অনেক ফসলের জমি পানিতে তলিয়ে গেছে।

উপজেলার মোক্তারপুর গ্রামের কৃষক টোকন বলেন, আমাদের গ্রামের অধিকাংশ জমিতে পানি জমে রয়েছে। এই এলাকায় সবজি চাষ বেশি হয়। সারের দোকানে বীজের দোকানে ঋণ করে কৃষকেরা চাষাবাদ করেছে। কিন্তু টানা তিন দিনের বৃষ্টিতে সব তলিয়ে গেছে। এখন কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, দামুড়হুদা উপজেলার সকল এলাকায় খবর নেওয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে প্রায় ১২৩ হেক্টর বা ৯২২ বিঘা জমিতে পানি জমে আছে। এত কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। 

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত