হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সোনা চোরাচালানের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সোনা চোরাচালান মামলায় মোস্তাফিজুর রহমান (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

দণ্ড পাওয়া মোস্তাফিজুর রহমান (৩০) দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে। 

কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বেলাল উদ্দীন। তিনি বলেন, ‘সোনা চোরাচালান মামলায় মোস্তাফিজুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’ 

মামলা থেকে জানা গেছে, ২০২১ সালের ১ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় এক ব্যক্তি বিজিবি টহল দলকে দেখে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট ফেলে পালিয়ে যান। ওই প্যাকেট থেকে উদ্ধার করা হয় ১১টি সোনার বার, যার ওজন ৩ কেজি ৭৪০ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৫৮৯ টাকা। 

ওই ঘটনার পরদিন ঠাকুরপুর বিওপির নায়েক সুবেদার কাজি আজাদ বাদী হয়ে মোস্তাফিজুর রহমানকে পলাতক আসামি করে দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন ২০২১ সালের ৩১ ডিসেম্বর মোস্তাফিজুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলায় আদালত ১০ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য নেওয়া শেষে ওই রায় ঘোষণা করেন।

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত