হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সোনা চোরাচালানের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সোনা চোরাচালান মামলায় মোস্তাফিজুর রহমান (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

দণ্ড পাওয়া মোস্তাফিজুর রহমান (৩০) দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে। 

কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বেলাল উদ্দীন। তিনি বলেন, ‘সোনা চোরাচালান মামলায় মোস্তাফিজুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’ 

মামলা থেকে জানা গেছে, ২০২১ সালের ১ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় এক ব্যক্তি বিজিবি টহল দলকে দেখে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট ফেলে পালিয়ে যান। ওই প্যাকেট থেকে উদ্ধার করা হয় ১১টি সোনার বার, যার ওজন ৩ কেজি ৭৪০ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৫৮৯ টাকা। 

ওই ঘটনার পরদিন ঠাকুরপুর বিওপির নায়েক সুবেদার কাজি আজাদ বাদী হয়ে মোস্তাফিজুর রহমানকে পলাতক আসামি করে দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন ২০২১ সালের ৩১ ডিসেম্বর মোস্তাফিজুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলায় আদালত ১০ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য নেওয়া শেষে ওই রায় ঘোষণা করেন।

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত