হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে রানির সহায়তায় বাস থেকে দুই কোটি টাকার ইয়াবা পাউডার উদ্ধার 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ডার গার্ডস অব বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষিত কুকুর রানির সহায়তায় একটি যাত্রীবাহী বাস থেকে দুই কোটি টাকার ইয়াবা তৈরির গুঁড়া পাউডার উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় পাচারে জড়িত কাউকে আটক করা যায়নি। 

আজ রোববার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে মহাসড়কের ভাটিয়ারি এলাকায় উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। 

এ সময় বিজিবির প্রশিক্ষিত কুকুর রানির সহায়তায় বাসের ভেতরে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ২ কেজি ইয়াবা তৈরির গুঁড়া পাউডার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি