হোম > সারা দেশ > ফেনী

হত্যার হুমকির অভিযোগ এনে উপজেলা আ.লীগ সভাপতি ও সম্পাদকের পাল্টাপাল্টি জিডি

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে হত্যার হুমকির অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম থানায় এসব জিডি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘একটি জানাজায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের সঙ্গে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনায় তাঁরা পাল্টাপাল্টি দুটি জিডি করেছেন।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মাকসুদের শ্বশুর আবুল বাশারের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে  কামাল উদ্দিন ও সাজেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় স্থানীয়রা তাঁদের শান্ত করেন। 

এ ঘটনায় সাজেলসহ চারজনের নাম উল্লেখ করে থানায় জিডি করেন কামাল উদ্দিন মজুমদার। বাকি অভিযুক্তরা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা এনামুল হক এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। 

অন্যদিকে সাজেলও পরশুরাম থানায় কামাল উদ্দিন মজুমদারসহ চারজনের বিরুদ্ধে জিডি করেন। অভিযুক্ত বাকিরা হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ইয়াসিন শরীফ মজুমদার, নুরুল ইসলাম সিজন ও আবুল কালাম। 

এ বিষয়ে সাজেল বলেন, ‘কামাল উদ্দিন মজুমদার দেরিতে জানাজায় উপস্থিত হয়েছিলেন। সেখানে গিয়ে জোর করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এতে জানাজায় উপস্থিত মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে চিৎকার শুরু করেন। তাই বক্তব্য দিতে নিষেধ করলে তিনি ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে এসে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং হামলার চেষ্টা করেন।’ 

এ ব্যাপারে জানতে চাইলে কামাল উদ্দিন মজুমদার জিডির সত্যতা স্বীকার করেন।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য