হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে চার দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চার দফা দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করেছে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ক্লাস বর্জন করে স্কুলের গেইটে ও সুপারিনটেনডেন্টের কক্ষের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তারা স্কুলের সুপারিনটেনডেন্টের দুর্নীতির বিচার ও পদত্যাগ, শিক্ষকদের সাথে অসদাচরণের বিচার ও স্কুলে এমপিও কার্যক্রম চালুর দাবিতে নানান শ্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, এ স্কুলে পড়তে প্রতিবছর ১০ হজার টাকা দিতে হয়। স্কুলটি ২০১৯ সালে এমপিওভূক্ত হলেও আজও এমপিও কার্যক্রম চালু করা হয়নি। সুপারিনটেনডেন্টের ও তাঁর ভাই স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। তারা স্কুলে পরিবারতন্ত্র গড়ে তুলেছেন। শিক্ষার্থীরা সুপারিনটেনডেন্টের পদত্যাগ, তার বিরুদ্ধে দুর্নীতির বিচার ও শিক্ষার্থীদের পড়ালেখার খরচ কমানোর দাবি করেন।

এর আগে স্কুলের ৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারী জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর পাবলিক পরীক্ষা থেকে উদ্ধৃত টাকা স্কুলের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাত করা, সনদ না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তার ভাই আইয়ুব আলী এবং আপন শ্যালক ফিরোজ আলম শিবলুকে ট্রেড ইন্সট্রক্টর (ইলেট্রিক্যাল) পদে নিয়োগ দেয়। এ ছাড়া ওই সময় ইন্ড্রাট্রিয়াল ট্রেনিংয়ের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় ও শিক্ষকদের সাথে সব সময় খারাপ আচরণের বিষয়ে অধ্যক্ষ মো. শাহজাহানের বিরুদ্ধে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন স্কুলের শিক্ষকেরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তলব করেছে, সেখানে কথা বলব।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি শুনেছি। তারা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেছে। অভিযোগের আলোকে সমস্যা সমাধান করা হবে।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির