হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে চার দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চার দফা দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করেছে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ক্লাস বর্জন করে স্কুলের গেইটে ও সুপারিনটেনডেন্টের কক্ষের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তারা স্কুলের সুপারিনটেনডেন্টের দুর্নীতির বিচার ও পদত্যাগ, শিক্ষকদের সাথে অসদাচরণের বিচার ও স্কুলে এমপিও কার্যক্রম চালুর দাবিতে নানান শ্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, এ স্কুলে পড়তে প্রতিবছর ১০ হজার টাকা দিতে হয়। স্কুলটি ২০১৯ সালে এমপিওভূক্ত হলেও আজও এমপিও কার্যক্রম চালু করা হয়নি। সুপারিনটেনডেন্টের ও তাঁর ভাই স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। তারা স্কুলে পরিবারতন্ত্র গড়ে তুলেছেন। শিক্ষার্থীরা সুপারিনটেনডেন্টের পদত্যাগ, তার বিরুদ্ধে দুর্নীতির বিচার ও শিক্ষার্থীদের পড়ালেখার খরচ কমানোর দাবি করেন।

এর আগে স্কুলের ৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারী জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর পাবলিক পরীক্ষা থেকে উদ্ধৃত টাকা স্কুলের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাত করা, সনদ না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তার ভাই আইয়ুব আলী এবং আপন শ্যালক ফিরোজ আলম শিবলুকে ট্রেড ইন্সট্রক্টর (ইলেট্রিক্যাল) পদে নিয়োগ দেয়। এ ছাড়া ওই সময় ইন্ড্রাট্রিয়াল ট্রেনিংয়ের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় ও শিক্ষকদের সাথে সব সময় খারাপ আচরণের বিষয়ে অধ্যক্ষ মো. শাহজাহানের বিরুদ্ধে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন স্কুলের শিক্ষকেরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তলব করেছে, সেখানে কথা বলব।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি শুনেছি। তারা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেছে। অভিযোগের আলোকে সমস্যা সমাধান করা হবে।’

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প