কোরিয়া থেকে আনা নতুন বগি দিয়ে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি পরিচালনা করা হবে। এ জন্য এই ট্রেনটি দেড় ঘণ্টা দেরিতে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
আজ সোমবার বিকেল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ট্রেনটি। নতুন বগি দিয়ে ট্রেন পরিচালনা করার কারণে সাড়ে ৬টার দিকে ট্রেনটি ছেড়ে যাবে বলে জানা গেছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, কোরিয়া থেকে আসা অত্যাধুনিক বগি দিয়ে ট্রেনটি পরিচালনা করা হবে। এই কারণে দেড় ঘণ্টা দেরিতে অর্থাৎ সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
এর আগে গতকাল সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ছিল। এ সময় যাত্রীবাহী সোনার বাংলা আন্তনগর এক্সপ্রেস ট্রেন মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়।