হোম > সারা দেশ > কুমিল্লা

উপসচিবের স্বাক্ষর জাল করে প্রতারণা, রিমান্ডে আওয়ামী লীগের নেত্রী

কুমিল্লা প্রতিনিধি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জালিয়াতির প্রতারণা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নিশাত আহমেদ খানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রশিদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত ১৮ সেপ্টেম্বর নিশাত আহমেদসহ তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় প্রতারণার মামলাটি দায়ের করেন মিনহাজুর রহমান নামে এক লন্ডনপ্রবাসী। পরে ৪ অক্টোবর ধানমন্ডি থানার পুলিশ রাজধানীর বনশ্রী এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি কুমিল্লার রাজাপাড়া এলাকার বাসিন্দা। 

বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলার অভিযোগ গুরুতর, সরকারি কর্মকর্তার স্বাক্ষর ও আগের স্মারক নম্বর দেখিয়ে প্রতারণা করা হয়। তাই সরকারি দপ্তরে বড় একটি প্রতারক চক্রের বিষয়ে ব্যবস্থা নিতে মামলার তদন্ত কর্মকর্তা আসামির (নিশাত) সাত দিনের রিমান্ডের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেত্রী নিশাত খান ২০২০ সালের ৫ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় (উন্নয়ন ও অধিশাখা) উপসচিব এস এম নজরুল ইসলামের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রবাসী মিনহাজুর রহমানের অনুপস্থিতিতে অন্যকে হাজির করে ধানমন্ডির একটি ফ্ল্যাটের ভুয়া হেবা দলিলের কাগজপত্র করেন। 

পরবর্তীকালে তথ্য গোপন করে ওই নেত্রী তাঁর নিজের নামে ফ্ল্যাটের নামজারি করে ভাড়াটিয়াকে বের করে দিয়ে বাসা দখলে নেন। তবে ওই প্রবাসী দেশে ফিরে ফ্ল্যাটের ভূমি কর দিতে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে তিনি জালিয়াতির বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। 

এতে তদন্তে স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার অভিযোগটি প্রমাণিত হয়। পরে গত ১৪ সেপ্টেম্বর একই বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ ইকবাল হুসাইন স্বাক্ষরিত এক পত্রে প্রতারণার মাধ্যমে করা নিশাত খানের নামজারি বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) ধানমন্ডি সার্কেলকে নির্দেশ দেওয়া হয়। 

বাদী মিনহাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সাড়ে ৩০ শতাংশ জমির ভুয়া হেবা দলিলের মামলায় নিশাত আহমেদ গ্রেপ্তার হয়ে গত বছরের ১৭ জুলাই কারাগারে যান।’ 

তিনি আরও বলেন, নিশাত খানের বিরুদ্ধে প্রতারণা, কাবিন-জন্মনিবন্ধন জালিয়াতি, চুরি ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ ও নীলফামারীতে বর্তমানে ১১টি মামলা চলমান আছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. খোকন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘একজন উপসচিবের স্বাক্ষর ও সরকারি দপ্তরের নথি জালিয়াতির চক্রের মাধ্যমে আসামি প্রতারণা করেছেন। তিনি একা নন। এসব চক্রের কারণে অনেকেই প্রতারিত হচ্ছে। তাই মামলার প্রধান আসামি নিশাত খানকে জিজ্ঞাসাবাদে হয়তো আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’ 

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে জানান, নিশাতের বিষয়টি সাংগঠনিকভাবে আলোচনা করা হবে। দোষী প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুসারে দল ব্যবস্থা নেবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু