হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নুরু ছালাম (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়ার গর্জনিয়া পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নুরু ছালাম উপজেলার গর্জনিয়া পাহাড় গ্রামের মৃত খুইল্লা মিয়ার ছেলে।

মৃত ব্যক্তির পরিবার জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বিটের গর্জনিয়া পাহাড় এলাকায় বন্য হাতির সামনে পড়েন নুরু ছালাম। এ সময় হাতিটি তাঁকে শুঁড় দিয়ে ওপরে তুলে আছাড় মারে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে নুরু ছালামের মৃত্যু হয়েছে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি আজকের পত্রিকাকে জানান, বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি