হোম > সারা দেশ > কুমিল্লা

সোয়া ৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনার প্রায় সোয়া ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

জানা যায়, গতকাল শনিবার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নিচে রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের মাঝামাঝি একটি বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সোয়া ৭ ঘণ্টা পর আজ সকাল সোয়া ৯টা থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলসূত্র জানান, এ দুর্ঘটনার কারণে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী বলেন, দুর্ঘটনায় তেমন কোন হতাহত হয়নি। ২ / ১ জন আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা সুস্থ হয়েছেন। 

উদ্ধার কাজে আসা কুমিল্লা রেলওয়ে পথ বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটির মাঝের ৩টি বগি রেখে সামনের ৭টি বগি লাকসাম জংশনে এবং বাকি ৭টি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে। লাকসাম জংশন লোকশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করে। 

লিয়াকত আলী মজুমদার আরও বলেন, ট্রেনটি একটি সবজির পিকআপকে ধাক্কা দিলে একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের