চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা সংস্কার কাজে ব্যবহৃত বিটুমিনের একটি ট্রাকে আগুন লেগেছে। এতে ট্রাকটির প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। আজ রোববার উপজেলা সদর বিবিরহাটের ১ নম্বর সড়কের দক্ষিণ পার্শ্বে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ ঘটনা ঘটে।
রাস্তা সংস্কার কাজে সংশ্লিষ্ট ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আরেফিন নামের এক কর্মকর্তা জানান, রাস্তায় বিটুমিনের প্রলেপ দেওয়ার জন্য গাড়িটির মধ্যে বিটুমিন পুড়িয়ে নরম করার জন্য মূলত এ গাড়িগুলো ব্যবহৃত হয়ে থাকে। ওই কাজের সময় মূলত আগুনের সূত্রপাত ঘটে। আগুনে গাড়ির ৭০ শতাংশ পুড়ে গেছে।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) ডলার ত্রিপুরা জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।’