হোম > সারা দেশ > কুমিল্লা

অবৈধভাবে মাটি কাটায় ৭ জনকে কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

অবৈধভাবে নদীর তীরের মাটি কাটার অভিযোগে ৭ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর তীরবর্তী ভাবকপাড়া এলাকায় আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযানে মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ ৭ জনকে গ্রেপ্তার করে জেলা প্রশাসন। এ সময় মাটি পরিবহনের ৫টি মাটিবাহী ট্রাক ও ১টি মাটি কাটার ভেকু জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বাজেয়াপ্ত করে জেলা প্রশাসন। গ্রেপ্তারকৃতরা হলেন-স্থানীয় মো. রাসেল (২৪), মো. রুবেল (৩১), মহিন উদ্দীন (২৫), রফিক মিয়া (৩৫), রুবেল হোসেন (২৪), সোবাহান মিয়া (৪০) ও মো. কামরুল (২০)। 

আটককৃতদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 
 
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। জেল-জরিমানাসহ মাটি কাটার ভেকু ধ্বংস করা হচ্ছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ 

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী