হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে মামলা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে চার শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. ওমর ফারুক (২১) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের বন্দর থানায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর পরিবারের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক বাঁশখালী থানার কাথারিয়া বাজারের বাগমারা এলাকার বাসিন্দা। তিনি বন্দর থানার বাদামতলা মোড়সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/ ০৩) এর ১০ /৯ (৪) (খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীদের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর ও ৩ নভেম্বর রাতে মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ডেকে তাঁর বিছানায় নিয়ে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দিয়ে তাঁর হাত-পা টেপান। একপর্যায়ে তিনি ওই শিশুকে বলাৎকারের চেষ্টা করেন। একই সময় ওই শিক্ষক মাদ্রাসার আরও তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের চেষ্টা করেন।

ঘটনাটি এক শিক্ষার্থী তার বাবা-মাকে জানায়। পরে অভিভাবকেরা গিয়ে মাদ্রাসার পরিচালকসহ অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি দোষ স্বীকার করেন।

বাঁশখালী থানার ওসি বলেন, গতকাল সোমবার মাদ্রাসার লোকজনসহ অভিভাবকেরা ওমর ফারুককে পুলিশে সোপর্দ করেছেন। মাদ্রাসাটিতে ৫০-৬০ জন শিক্ষার্থী রয়েছে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত