হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে মামলা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে চার শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. ওমর ফারুক (২১) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের বন্দর থানায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর পরিবারের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক বাঁশখালী থানার কাথারিয়া বাজারের বাগমারা এলাকার বাসিন্দা। তিনি বন্দর থানার বাদামতলা মোড়সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/ ০৩) এর ১০ /৯ (৪) (খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীদের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর ও ৩ নভেম্বর রাতে মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ডেকে তাঁর বিছানায় নিয়ে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দিয়ে তাঁর হাত-পা টেপান। একপর্যায়ে তিনি ওই শিশুকে বলাৎকারের চেষ্টা করেন। একই সময় ওই শিক্ষক মাদ্রাসার আরও তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের চেষ্টা করেন।

ঘটনাটি এক শিক্ষার্থী তার বাবা-মাকে জানায়। পরে অভিভাবকেরা গিয়ে মাদ্রাসার পরিচালকসহ অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি দোষ স্বীকার করেন।

বাঁশখালী থানার ওসি বলেন, গতকাল সোমবার মাদ্রাসার লোকজনসহ অভিভাবকেরা ওমর ফারুককে পুলিশে সোপর্দ করেছেন। মাদ্রাসাটিতে ৫০-৬০ জন শিক্ষার্থী রয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত