হোম > সারা দেশ > বান্দরবান

আবারও নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, কিশোরের পায়ের পাতা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পায়ের পাতা বিচ্ছিন্ন। ছবি: সংগৃহীত

১০ দিনের ব্যবধানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশি এক কিশোরের পায়ের পাতা উড়ে গেছে।

আজ সোমবার উপজেলার ফুলতলী সীমান্ত পিলারের-৪৮ এর শূন্য লাইন থেকে ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম মো. তরিকুল ইউনিয়নের প্রকাশ তকি (১৬), সে পার্শ্ববর্তী রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মহিষকুম এলাকার আহমদ রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুরুল হক জানান, স্থানীয়রা আহত কিশোরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানান তিনি।

এর আগে গত ২৪ জানুয়ারি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত হন। এর ১০ দিনের ব্যবধানে মোট চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের পা বিচ্ছিন্ন হয়। নাইক্ষ্যংছড়ি সীমান্তে একের পর এক স্থলমাইন বিস্ফোরণে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে মিয়ানমারের জান্তা বাহিনী সীমান্তের জিরো লাইনে স্থলমাইন বসিয়েছিল বিগত দিনে। বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং অনুরূপভাবে স্থলমাইন বসিয়ে নিরীহ লোকজনের জীবন ও অঙ্গহানি ঘটাচ্ছে। জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে; যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা