হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

করোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা কলেজ শিক্ষিকার মৃত্যু

প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা) 

কুমিল্লার মুরাদনগরে করোনায় আক্রান্ত হয়ে রোকসান আরা পারভীন লিপি (৩৫) নামের এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

রোকসান আরা পারভীন লিপি উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ জাহানারা হক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাউতলি গ্রামের আমানুল্লাহর মেয়ে। 

কলেজ সূত্রে জানা যায়, রোকসান আরা পারভীন লিপিকে প্রথমে গাইনি সমস্যার কারণে কুমিল্লার মুক্তি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকেরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তাঁর মৃত্যু হয়। 

মঙ্গলবার বাদ যোহর তাঁর শ্বশুর বাড়ি কসবা উপজেলার বাদুইড় গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। প্রভাষক রোকসান আরা পারভীন লিপির মৃত্যুতে তাঁর কর্মস্থলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত