হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

করোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা কলেজ শিক্ষিকার মৃত্যু

প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা) 

কুমিল্লার মুরাদনগরে করোনায় আক্রান্ত হয়ে রোকসান আরা পারভীন লিপি (৩৫) নামের এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

রোকসান আরা পারভীন লিপি উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ জাহানারা হক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাউতলি গ্রামের আমানুল্লাহর মেয়ে। 

কলেজ সূত্রে জানা যায়, রোকসান আরা পারভীন লিপিকে প্রথমে গাইনি সমস্যার কারণে কুমিল্লার মুক্তি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকেরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তাঁর মৃত্যু হয়। 

মঙ্গলবার বাদ যোহর তাঁর শ্বশুর বাড়ি কসবা উপজেলার বাদুইড় গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। প্রভাষক রোকসান আরা পারভীন লিপির মৃত্যুতে তাঁর কর্মস্থলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট