হোম > সারা দেশ > কুমিল্লা

রমজান মাস ঘিরে তৎপরতা বাড়ানো হয়েছে: বিএসটিআই মহাপরিচালক

 কুমিল্লা প্রতিনিধি 

বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেছেন, ‘আসন্ন রমজান মাস ঘিরে খাদ্যর গুণগতমান ও নিরাপত্তার বিষয়ে তৎপরতা আরও বাড়ানো হয়েছে। খাদ্যে মানবদেহের ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, সিন্ডিকেটে কোনো ক্ষতিকারক খাবার তৈরি করে বাজারজাত করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসটিআই মহাপরিচালক বলেন, ‘দেশের নাগরিকদের জন্য নিরাপদ, মানসম্মত ও সঠিক পরিমাপের খাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্যের নিশ্চয়তা প্রদান করতে বিএসটিআই বদ্ধপরিকর। তা বাস্তবায়নে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা কার্যালয়ের সেবার মান বাড়তে জেলা অফিসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধন ও একটি অত্যাধুনিক ক্লে ব্রিকস ইটের টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসটিআইয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম, খোদেজা খাতুন ও কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মো. আলমগীর খান।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিসিকের ডিজিএম মুনতাসির মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়াসহ বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি