হোম > সারা দেশ > চাঁদপুর

অন্তর্বর্তী সরকারের উচিত কথা কম বলে দ্রুত কাজ করা: বিএনপি নেতা হারুন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

ফরিদগঞ্জে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত কথা কম বলে, দ্রুত কাজ করা। রাজনীতিবিদেরাই এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অতীতে কাজ করেছে, ভবিষ্যতে করবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক মোল্লা।

হারুনুর রশিদ বলেন, ‘ফ্যাসিস্টরা এ দেশ থেকে পালিয়ে গেছে। তাই আগামীর বাংলাদেশ হতে হবে সকলের সমান অধিকার। বিএনপির ৩১ দফায় সেই কথাই বলা হয়েছে। সেখানে সংস্কার এবং কীভাবে রাষ্ট্র চলবে, সরকার কীভাবে জনগণের সেবা করবে তা স্পষ্ট করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, তাতেই সকলের মঙ্গল। তীব্র শীতে অসহায় মানুষদের পাশে কেউই নেই। একমাত্র বিএনপি সর্বদা মানুষের পাশে ছিল এবং থাকবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, বিএনপি নেতা সিরাজ মাস্টার, আশরাফ খোন মুহিত ও হানিফ মুন্সী প্রমুখ।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য