হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুক পোস্ট নিয়ে উত্তেজনা, চমেকের ছাত্রাবাস থেকে শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এক শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে তাঁর বিরুদ্ধে একাডেমিক কার্যক্রমের বিষয়েও ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন চমেকের প্রধান ছাত্রাবাসে তত্ত্বাবধায়ক অধ্যাপক হাবিব হাসান।

জানা গেছে, গতকাল সোমবার রাতে বহিষ্কৃত ওই শিক্ষার্থী তাঁর ফেসবুকে অবমাননাকর একটি পোস্ট দেন, এমন অভিযোগ কলেজটির প্রধান ছাত্রাবাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কলেজ অধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও পুলিশ সদস্যরা ছাত্রাবাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কলেজ সূত্রে জানা গেছে, একাডেমিক কাউন্সিলের সভায় ওই শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অধ্যাপক হাবিব হাসান বলেন, ‘ফেসবুকে পোস্ট দেওয়া ওই শিক্ষার্থী ছাত্রাবাস থেকে বহিষ্কার করার পাশাপাশি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের