হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুক পোস্ট নিয়ে উত্তেজনা, চমেকের ছাত্রাবাস থেকে শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এক শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে তাঁর বিরুদ্ধে একাডেমিক কার্যক্রমের বিষয়েও ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন চমেকের প্রধান ছাত্রাবাসে তত্ত্বাবধায়ক অধ্যাপক হাবিব হাসান।

জানা গেছে, গতকাল সোমবার রাতে বহিষ্কৃত ওই শিক্ষার্থী তাঁর ফেসবুকে অবমাননাকর একটি পোস্ট দেন, এমন অভিযোগ কলেজটির প্রধান ছাত্রাবাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কলেজ অধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও পুলিশ সদস্যরা ছাত্রাবাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কলেজ সূত্রে জানা গেছে, একাডেমিক কাউন্সিলের সভায় ওই শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অধ্যাপক হাবিব হাসান বলেন, ‘ফেসবুকে পোস্ট দেওয়া ওই শিক্ষার্থী ছাত্রাবাস থেকে বহিষ্কার করার পাশাপাশি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার