হোম > সারা দেশ > কুমিল্লা

খেতে ড্রেজার দিয়ে কাটা গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

শখের বশে বাবার সঙ্গে ধানকাটা দেখতে গিয়েছিল দুই ভাই। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হয়নি। খেতে ড্রেজার দিয়ে কাটা গর্তে পড়ে মৃত্যু হয়েছে তাদের। নিহতরা হলো সোহান ও রোহান। 

এ ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে। নিহত দুই ভাই ওই গ্রামের মো. শাখাওয়াত হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শাখাওয়াত হোসেন ধান কাটতে যাওয়ার সময় দুই ছেলেও বাবার সঙ্গে ধানখেতে যায়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়ায় সন্তানদের কষ্ট হবে ভেবে বাবা সাখাওয়াত সন্তানদের বাড়িতে পাঠিয়ে নিজে কাজে মনোযোগী হন। পরে বিকেল পর্যন্ত দুই সন্তান বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ ছাড়া এলাকার আশপাশে মাইকিংও করা হয়। 

পরে ইফতারের আগে এক নারী মাটি কাটা গর্তে এক শিশুর মৃতদেহ ভেসে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা এসে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, পানিতে পড়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে। তাদের দাফনও শেষ। তবে গর্তটি মাটি কাটার কি না, তা জানা নেই। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল