হোম > সারা দেশ > চট্টগ্রাম

দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে যাতায়াত, সব ভাড়া একসঙ্গে দিলেন যুবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কুমিল্লার লাকসাম উপজেলার ব্যবসায়ী মো. মুসা (৩৫)। ব্যবসা করেন চট্টগ্রামের হাটহাজারীতে। ব্যবসার কাজে কখনো বাসে, কখনো ট্রেনে যাতায়াত করেন তিনি। অনেক সময় বিনা টিকিটে ট্রেনে চেপে চট্টগ্রামে এসেছেন। বুঝতে পেরেছেন, বিনা টিকিটে ভ্রমণ করায় রেলওয়ে তাঁর কাছে অনেক টাকা পাওনা। মোটামুটি একটি হিসাব করে, সেই বিনা টিকিটে ভ্রমণের টাকা একসঙ্গে দিয়ে দিলেন তিনি। 

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম রেলস্টেশনে আসেন মো. মুসা। তাঁর সঙ্গে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও। চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মো. মাইন উদ্দিন মামুন ব্যবসায়ী মুসাকে নিয়ে যান প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ারের কাছে। পরে মুসা প্রধান বুকিং সহকারীকে ভাড়া বাবদ সাড়ে তিন হাজার টাকা দিয়ে দেন।

প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মো. মাইন উদ্দিন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নিয়ে আমার কাছে আসলে আমি প্রথমে স্টেশনমাস্টার জাফর ভাইয়ের কাছে নিয়ে যাই। জাফর ভাই প্রধান বুকিং সহকারীর কাছে নিয়ে যেতে বলেন। তারপর প্রধান বুকিং সহকারীকে তিনি ৩ হাজার ৫০০ টাকা দেন।’

প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ার বলেন, ‘তিনি আমার কাছে জানতে চান লাকসাম থেকে চট্টগ্রামে যাতায়াতের লোকাল ট্রেনের ভাড়া কত। ভাড়া বলার পর, হিসাব করে তিনি ৩ হাজার ৫০০ টাকা জমা দেন। এই ধরনের মানুষ আসলে খুবই কম। আমি আশ্চর্য হয়ে যাই।’

স্টেশন থেকে চলে যাওয়ার সময় কথা হয় ব্যবসায়ী মুসার সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনে অনেক দিন বিনা টিকিটে ভ্রমণ করেছি। রেলওয়ে আমার কাছে অনেক টাকা পাওনা। মারা যাওয়ার পর আল্লাহর কাছে হিসাব দিতে পারব না। তাই, হিসাব করে রেলওয়েকে প্রাপ্য পরিশোধ করেছি।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ