হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে ফের ৭ একর খেতের পপি পুড়িয়ে ধ্বংস

থানচি প্রতিনিধি

বান্দরবানে থানচির গভীর বনে ৭ একর পাহাড়ি জমিতে চাষ হওয়া পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার তিন্দু ইউনিয়নের আময় ম্রো কারবারী পাড়া এলাকায় এসব খেত পুড়িয়ে ধ্বংস করা হয়। গত ১৭ ও ২ ফেব্রুয়ারি এবং ২৪ জানুয়ারি একই এলাকা অভিযান চালানো হয়। সব মিলিয়ে ৪ দফা অভিযানে প্রায় ৪৯ একর জমিতে চাষ হওয়া পপি পুড়িয়ে ধ্বংস করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের নেতৃত্বে একটি দল তিন্দু ইউনিয়নের আময় ম্রো কারবারী পাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। এ সময় পপি চাষ হচ্ছে এমন ৭ একর পাহাড়ি জমির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতের এসব পপি পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অভিযান শেষে সাংবাদিকদের বিজিবি বলিপাড়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙালি সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পেশাদারির সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত