হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় শ্বশুরবাড়ির রাস্তা থেকে জামাইয়ের লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার হোমনায় শ্বশুরবাড়ির রাস্তা থেকে মো. মঙ্গল মিয়া (৪৫) নামের এক জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বালুকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

মঙ্গল মিয়া হোমনা উপজেলার দক্ষিণ মণিপুর গ্রামের মো. ধন মিয়ার ছেলে। তাঁর শ্বশুরবাড়ি একই উপজেলার বালুকান্দি গ্রামে। মঙ্গল মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন।

মঙ্গল মিয়ার স্ত্রী রিনা আক্তার জানান, রাতে মঙ্গল মিয়া শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গেই ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হন স্বামী। বেশ কিছুক্ষণপর স্ত্রী জানতে পারেন রাস্তায় তাঁর স্বামীর লাশ পড়ে আছে।

ওসি জয়নাল আবেদীন বলেন, ‘আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করি। এ বিষয়ে নিহতের স্ত্রী রিনাসহ বড় মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কোনো অভিযোগ নেই। নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি জয়নাল।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল