হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা: চালক ও সহকারী দুদিনের রিমান্ডে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ট্রাক চালক ও সহকারীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চতুর্থ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

দুই আসামি হলেন—ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তাঁর ছেলে রিফাত মিয়া (১৮)। ঘটনার সময় রিফাত চালকের সহকারী হিসেবে ছিলেন।

রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম আদালতে বাদীপক্ষের আইনজীবী মো. শাহজাহান সাংবাদিকদের জানান, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে সড়ক পরিবহন আইনের ৯৮ ধারায় তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, ২৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাত ও সারজিস আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, দুটি কার ও একটি পাজেরো গাড়ি ছিল। লোহাগাড়া উপজেলায় সাইফুলের গ্রামের বাড়ি থেকে ১২ কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজি রাস্তার মাথা।

ওই এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে ১২টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত-সারজিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনে দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত-সারজিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

এ ঘটনায় দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেছিলেন। মামলায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত