হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাদকের মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলার আসামি দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞা এ রায় দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীর সহকারী আইনজীবী আবু ঈসা।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁও এলাকার মৃত রফিক ড্রাইভারের ছেলে মো. আনোয়ার হোসেন (২৪) ও মো. জামাল হোসেন ওরফে মুন্না (৩৫)।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর জামিনে গিয়ে পলাতক রয়েছেন দুই আসামি। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন না।

আইনজীবী আবু ঈসা বলেন, ‘রায়ের সময় দুই আসামি অনুপস্থিত ছিলেন। ২০১৪ সালের ৫ জুন ডবলমুরিং থানাধীন ঈদগাঁ এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন ও জামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মাদকের মামলা হয়। পুলিশ তদন্ত শেষে দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।’

তিনি আরও বলেন, ২০১৫ সালে ৩০ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আজ বুধবার মামলাটির রায় দেওয়া হয়।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প