হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারী বর্ষণে চবির ৬ পাহাড়ে ধস, ফেটে গেছে গ্যাসলাইন

চবি প্রতিনিধি

কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ৬টি পাহাড় ধসে পড়েছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া গ্যাসের লাইনও ফেটে গেছে।

গতকাল রোববার রাতে ক্যাম্পাসের কাটাপাহাড়, শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড়, গোলপুকুর, গোডাউন কলোনিসহ বিভিন্ন জায়গায় পাহাড়ধসের ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কাটাপাহাড় সড়কের পাশে তিনটি পাহাড় ধসে পড়েছে। এর মধ্যে একটি পাহাড় বড় ধরনের ও দুইটি পাহাড় সামান্য করে ধসে পড়েছে। এতে ধসে পড়া মাটিতে ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড় ধসে গ্যাসলাইন ফেটে গ্যাসের গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে বড় দুর্ঘটনা ঘটার আগে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

৩ নম্বর গোডাউন কলোনি এলাকায় একটি পাহাড় ধসে দুটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। সমাজবিজ্ঞান অনুষদের পাশের একটি পাহাড় ধসে দুটি গাছ উপড়ে যায়। এ ছাড়া গোলপুকুর এলাকায়ও একটি পাহাড় পুরো ধসে পড়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে রাতে কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এ কারণে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। এ ছাড়া এক জায়গায় গ্যাসলাইনও ফেটে গেছে। ধসে পড়া মাটিতে কয়েকটি জায়গা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা মাটি সরিয়ে ও গাছ কেটে রাস্তা চলাচল উপযোগী করেছি।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এতে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। তাই বিশ্ববিদ্যালয়ের কিছু অংশে বিদ্যুৎ-সংযোগ নেই। আমরা সব স্বাভাবিক করতে কাজ করছি।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত