হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তারা হলেন জুবায়েদ হোসেন (১৯), মো. ইব্রাহিম গাজী (১৯), মো. সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), মো. আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), শেখ ফরিদ (২০) ও মো. সাফিন আহম্মেদ (১৮)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের দিক-নির্দেশনায় সদর থানার ওসি মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই মো. আওলাদ হোসেন রিকাবদারের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

শনিবার দিবাগত রাতে শহরের নাজিরপাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিমপাড়া, তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ মূলে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ