হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৃজনশীল প্রশ্নে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি 

সৃজনশীল প্রশ্নে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’। ছবি: সংগৃহীত

রাঙামাটির নানিয়ারচরে একটি স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ সম্পর্কিত প্রশ্ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার নানিয়ারচর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নপত্র নিয়ে এ ঘটনা ঘটে। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

প্রশ্নপত্রে সৃজনশীল প্রশ্নে ছিল, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে যা জানো লিখো’ এবং বহুনির্বাচনী প্রশ্নে ছিল ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামের দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশ যানটি কবে উৎক্ষেপণ করা হয়?’

এ বিষয়ে কথা বলতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমার মোবাইল ফোনে সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. মাসুম বলেন, ‘প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসা সেই পুরোনো স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। এই নিয়ে যদি ত্বরিত কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ গ্রহণ না করা হয়, তাহলে আমরা দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করব।’

উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়। এর ধারাবাহিকতায় স্যাটেলাইটটির নামও পরিবর্তন করা হয়।

২০২৫ সালের ৩ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১ (BS-1)’ রাখা হয়েছে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এবং প্রধান উপদেষ্টার অনুমোদিত ছিল।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি