হোম > সারা দেশ > চট্টগ্রাম

নেত্রকোনায় জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরে বর্তমানে ‘১১ টি’ পুকুর আছে। প্রতিবছরই ভরাট হচ্ছে বিভিন্ন পুকুর। শহরের মাঝ দিয়ে প্রবাহিত মগড়া নদ ভরাট আর দখল-দূষণে মৃত প্রায়। পুকুর ভরাট বন্ধ ও মগড়া নদ রক্ষাসহ সব জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

আজ বৃহস্পতিবার বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে নেত্রকোনা পৌরভবনের সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর প্রতিপাদ্য ছিল ‘মানুষের কল্যাণে জলাভূমি’। বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। 

কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের পুকুর ও মগড়া নদী সুরক্ষার দাবিতে জেলা প্রশাসক শাহেদ পারভেজের কাছে স্মারকলিপি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। 

নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও জেলা শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মো. নাজমুল কবির সরকারের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, ব্যবসায়ী সোহরাব উদ্দিন আকন্দ, বারসিকের জেলা সমন্বয়কারী অহিদুর রহমান, যুবক অন্তরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা শহরে একসময় ৫৩টি পুকুর ছিল। বর্তমানে ১১টি পুকুর জীবিত আছে। প্রতি বছরই ভরাট হচ্ছে পুকুর। একটি শহরকে শীতল রাখার জন্য জলাধার ও পুকুরের প্রয়োজন রয়েছে। একটি পুকুর বছরে লাখ লাখ টাকার বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দিতে পারে। শহরে আগুন লাগলে আমরা পুকুর থেকেই পানি সংগ্রহ করি এবং মানুষ গোসল করে, কাপড় কাচে, পানি সংগ্রহ ও সাঁতার কাটে। পুকুরের স্বল্পতায় মানুষ ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে দিন দিন পানির স্তর আরও নিচে নেমে যাচ্ছে। পাশাপাশি শহরের মাঝদিয়ে প্রবাহিত হয়েছে মগড়া নদ। নদীটি ভরাট, দখল দূষণের ফলে বর্তমানে মৃত বলা চলে। এই নদ রক্ষায় প্রশাসনের কাছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ