হোম > সারা দেশ > নোয়াখালী

ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে শ্রমিক নিহত 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে লোকমান হোসেন বাবর (৪২) নামে এক ইটভাটার শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের চরআমান উল্যাহ ৭ নম্বর ওয়ার্ডের দাসেরহাট এলাকায় ‘এসবিএম ব্রিকস্’ ইটভাটায় এ ঘটনা ঘটে। 

নিহত লোকমান লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা ইউনিয়ন পরিষদের কেলাকোপা গ্রামের আবদুল খালেক মাঝির ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকালও ইটভাটায় অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন লোকমান হোসেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তখনো ইটভাটায় নিজেদের কাজ করছিলেন শ্রমিকেরা। সাড়ে ৭টার দিকে কাজ করা অবস্থায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।  

ইটভাটার পরিচালক বাবুল চন্দ্র কাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃষ্টির মধ্যে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে লোকমান হোসেন মারা যান। তাঁর মরদেহ সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, হাসপাতালে আনার আগেই লোকমান হোসেন মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা