হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে যানজট। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টেম্পোচালকেরা। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের মুরাদপুর মোড় অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এতে তৈরি হয় যানজট।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, যানজট নিরসনে সড়কে অবৈধ পার্কিংসহ নানা অপরাধে ট্রাফিক পুলিশ মামলা দিয়েছিল। এর প্রতিবাদে মাহিন্দ্রচালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পুলিশ জানায়, সকালে মুরাদপুর মোড়ে রাস্তায় যত্রতত্র গাড়ি রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়েছিল ট্রাফিক পুলিশ। এই মামলার প্রতিবাদে পরে চালকেরা জোট হয়ে সড়ক অবরোধ করেন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের একটি দল ঘটনাস্থলে গিয়ে টেম্পোচালকদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেয়। বেলা সাড়ে ১১টার পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে ওই সড়ক ব্যবহারকারীরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টেম্পোচালকদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ। সেখানে সড়কের মাঝখানে চালকেরা টেম্পো রেখে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। বিশেষ করে বহদ্দারহাট থেকে জিইসিগামী, পাঁচলাইশ মোড় থেকে অক্সিজেনগামী, অক্সিজেন থেকে পাঁচলাইশগামী গাড়িগুলো আটকে যায়।

নগরের চকবাজার, জিইসিসহ আশপাশে বিভিন্ন সড়কের যাত্রীদের অনেককে পায়ে হেঁটে কাছের গন্তব্যগুলোয় যেতে দেখা যায়। এ ছাড়া বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িগুলো মুরাদপুর থেকে ঘুরিয়ে নিচ্ছে।

অবরোধকারীরা জানান, মুরাদপুরসহ নগরের বেশির ভাগ মোড়ে কোনো পার্কিং নেই। এতে করে সড়কের পাশে দাঁড়িয়ে তাদের যাত্রীদের ওঠানামা করতে হয়। এ সময় সার্জেন্টরা মামলা দিচ্ছেন।

একেকটি মামলা ৫ থেকে ৮ হাজার টাকার। আবার এসব মামলার টাকা গাড়ির মালিকেরা দেন না। এগুলো চালকদের পকেট থেকে দিতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে তাঁরা অবরোধে নামতে বাধ্য হয়েছেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ