হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে যানজট। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টেম্পোচালকেরা। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের মুরাদপুর মোড় অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এতে তৈরি হয় যানজট।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, যানজট নিরসনে সড়কে অবৈধ পার্কিংসহ নানা অপরাধে ট্রাফিক পুলিশ মামলা দিয়েছিল। এর প্রতিবাদে মাহিন্দ্রচালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পুলিশ জানায়, সকালে মুরাদপুর মোড়ে রাস্তায় যত্রতত্র গাড়ি রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়েছিল ট্রাফিক পুলিশ। এই মামলার প্রতিবাদে পরে চালকেরা জোট হয়ে সড়ক অবরোধ করেন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের একটি দল ঘটনাস্থলে গিয়ে টেম্পোচালকদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেয়। বেলা সাড়ে ১১টার পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে ওই সড়ক ব্যবহারকারীরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টেম্পোচালকদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ। সেখানে সড়কের মাঝখানে চালকেরা টেম্পো রেখে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। বিশেষ করে বহদ্দারহাট থেকে জিইসিগামী, পাঁচলাইশ মোড় থেকে অক্সিজেনগামী, অক্সিজেন থেকে পাঁচলাইশগামী গাড়িগুলো আটকে যায়।

নগরের চকবাজার, জিইসিসহ আশপাশে বিভিন্ন সড়কের যাত্রীদের অনেককে পায়ে হেঁটে কাছের গন্তব্যগুলোয় যেতে দেখা যায়। এ ছাড়া বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িগুলো মুরাদপুর থেকে ঘুরিয়ে নিচ্ছে।

অবরোধকারীরা জানান, মুরাদপুরসহ নগরের বেশির ভাগ মোড়ে কোনো পার্কিং নেই। এতে করে সড়কের পাশে দাঁড়িয়ে তাদের যাত্রীদের ওঠানামা করতে হয়। এ সময় সার্জেন্টরা মামলা দিচ্ছেন।

একেকটি মামলা ৫ থেকে ৮ হাজার টাকার। আবার এসব মামলার টাকা গাড়ির মালিকেরা দেন না। এগুলো চালকদের পকেট থেকে দিতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে তাঁরা অবরোধে নামতে বাধ্য হয়েছেন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ