নোয়াখালীর হাতিয়া উপজেলায় কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করায় ৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার মৌলভীর চর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা, ২০ কেজি জাটকা মাছ ও ৫ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন মো. মফিজ মাঝি (৩৫), আব্দুল গনি (২৮), ইব্রাহীম (৩৮), মো. বাছেদ (২২), মো. খোকন (৪০), মো. মমিন (৪২), মো. জামাল (২৮), মো. শাহজাহান (৪৫) ও মো. নয়ন (৪৩)। তাঁদের বাড়ি ভোলা সদর উপজেলায়।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দন বলেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছিলেন জেলেরা। বুধবার রাতে নৌ-পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। আটক করা হয় ৯ জেলেকে। তাঁদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। নৌ-পুলিশ বাদী হয়ে হাতিয়া থানায় এ মামলা করে। আটক জেলেদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।