হোম > সারা দেশ > নোয়াখালী

নিঝুম দ্বীপে দুর্গতদের পাশে যুবদল

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নিঝুমদ্বীপে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ডে শুকনো খাবার বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবদল। রোববার সকালে সংগঠনটির নেতাকর্মীরা নিঝুমদ্বীপের বিভিন্ন ওয়ার্ডে শুকনো খাবার বিতরণ করেন। নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিনের সহযোগিতায় শনিবার থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

আশরাফ উদ্দিন জানান, শনিবার আদর্শগ্রাম, মোল্লাগ্রাম, মদিনাগ্রাম, মুন্সিগ্রাম ও বান্দাখালীসহ একাধিক গ্রামে একযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রথম দিনে প্রায় ৩০০ পরিবারের ঘরে ঘরে গিয়ে যুবদলের কর্মীরা এসব খাবার পৌঁছে দেন। পূর্বে প্রস্তুত কোনো তালিকা ছাড়াই সরাসরি ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দেওয়া হয়।

প্রতিটি প্যাকেটে ছিল এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, চনাচুর, বিস্কুট এবং দুটি করে খাবারের স্যালাইন।

তিনি আরও বলেন, “হাতিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা নিঝুমদ্বীপ। এখানকার অনেক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেকের ঘরে রান্নার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থাও নেই। কেউ কেউ বাজারেও যেতে পারছেন না। কেন্দ্রীয় যুবদলের নির্দেশে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এখনও পর্যন্ত নিঝুমদ্বীপে সরকারি উদ্যোগে কোনো ত্রাণ বিতরণ শুরু হয়নি।”

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল