হোম > সারা দেশ > চট্টগ্রাম

চেক প্রতারণা মামলায় বাঁশখালীর সাবেক মেয়র কারাগারে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাঁশখালীর সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বাঁশখালী পৌরসভার লক্ষ্মী স্কয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ। 

পুলিশ সূত্র জানায়, গত বছর জামাল উদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে ৭ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলা করেন। একই সঙ্গে বৈলছড়ী এলাকার মহিউদ্দিন বাদী হয়ে ৪ লাখ টাকার দুটি চেক প্রতারণার মামলা করেন। 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জুবেদ মাহমুদ চৌধুরী বলেন, তিনটি চেক প্রতারণা মামলায় সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই তিনটি মামলায় আদালত তাঁকে জেলহাজতে পাঠান। 

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, চেক প্রতারণার মামলায় বাঁশখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত শেখ সেলিমুল হক চৌধুরীকে তিনটি পৃথক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিলেন। এ ছাড়া চেকে উল্লেখিত পরিমাণ সর্বমোট ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছিল। গতকাল সোমবার রাতে ওই গ্রেপ্তারি পরোয়ানামূলে সেলিমুল হক চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা