হোম > সারা দেশ > চট্টগ্রাম

চেক প্রতারণা মামলায় বাঁশখালীর সাবেক মেয়র কারাগারে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাঁশখালীর সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বাঁশখালী পৌরসভার লক্ষ্মী স্কয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ। 

পুলিশ সূত্র জানায়, গত বছর জামাল উদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে ৭ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলা করেন। একই সঙ্গে বৈলছড়ী এলাকার মহিউদ্দিন বাদী হয়ে ৪ লাখ টাকার দুটি চেক প্রতারণার মামলা করেন। 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জুবেদ মাহমুদ চৌধুরী বলেন, তিনটি চেক প্রতারণা মামলায় সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই তিনটি মামলায় আদালত তাঁকে জেলহাজতে পাঠান। 

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, চেক প্রতারণার মামলায় বাঁশখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত শেখ সেলিমুল হক চৌধুরীকে তিনটি পৃথক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিলেন। এ ছাড়া চেকে উল্লেখিত পরিমাণ সর্বমোট ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছিল। গতকাল সোমবার রাতে ওই গ্রেপ্তারি পরোয়ানামূলে সেলিমুল হক চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ