হোম > সারা দেশ > চট্টগ্রাম

চেক প্রতারণা মামলায় বাঁশখালীর সাবেক মেয়র কারাগারে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাঁশখালীর সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বাঁশখালী পৌরসভার লক্ষ্মী স্কয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ। 

পুলিশ সূত্র জানায়, গত বছর জামাল উদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে ৭ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলা করেন। একই সঙ্গে বৈলছড়ী এলাকার মহিউদ্দিন বাদী হয়ে ৪ লাখ টাকার দুটি চেক প্রতারণার মামলা করেন। 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জুবেদ মাহমুদ চৌধুরী বলেন, তিনটি চেক প্রতারণা মামলায় সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই তিনটি মামলায় আদালত তাঁকে জেলহাজতে পাঠান। 

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, চেক প্রতারণার মামলায় বাঁশখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত শেখ সেলিমুল হক চৌধুরীকে তিনটি পৃথক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিলেন। এ ছাড়া চেকে উল্লেখিত পরিমাণ সর্বমোট ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছিল। গতকাল সোমবার রাতে ওই গ্রেপ্তারি পরোয়ানামূলে সেলিমুল হক চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট