হোম > সারা দেশ > চট্টগ্রাম

বরকলে জলকেলি উৎসবের মাধ্যমে সম্পন্ন হলো মাহা সাংগ্রাই

বরকল (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বরকলে তরুণ তরুণীদের অংশগ্রহণে জলকেলি উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হলো মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই। আজ সোমবার সকালে মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) আয়োজনে উপজেলার খেলার মাঠ প্রাঙ্গণে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।

এ ছাড়া সাংগ্রাই অনুষ্ঠানে বাঁশ খেলা, হাঁস খেলা, দড়ি টানাটানি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন বরকল মাসস।

বরকল উপজেলা মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি মংহ্লাচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন ও বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল বলেন, ‘সকল সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, লোভ–লালসা এসব মন থেকে দূর করতে হবে। কারণ এগুলোই সকল ধর্মের শিক্ষা।’ 

মো. মতিউল ইসলাম মণ্ডল আরও বলেন, ‘জলকেলি শব্দটি ছোটবেলা থেকে শুনে আসলেও দেখার সুযোগ হয়নি। কিন্তু এবারে বরকলে যোগদানের পর স্বচক্ষে দেখতে পেয়ে খুবই আনন্দবোধ করেছি। এ জন্য জলকেলি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’ 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, ‘পাহাড়ের মানুষ খুবই আনন্দপ্রিয়। আর মারমার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হলো জলকেলি উৎসব। সকলেই এ উৎসব উপভোগ করেছেন।’ 

সভাপতি বক্তব্য মংহ্লাচিং মারমা বলেন, ‘প্রতি বছরের মতো এ বছর পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে সানন্দে গ্রহণ করে আমাদের এ সাংগ্রাই। এর পাশাপাশি জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিত থাকায় এবং সহযোগিতা করায় অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যেন এ সহযোগিতা অব্যাহত থাকে এ প্রত্যাশা রাখেন তিনি। 

এ সময় সাংগ্রাই ও জলকেলি উৎসব উদ্‌যাপন কমিটির সদস্যসচিব কায়গ্রীন মারমা, সদস্য উজ্জ্বল ত্রিপুরা, সদস্য প্রুথোয়াই মারমাসহ মারমা সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির