হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরের নাম এমদাদুল ইসলাম আবীর (১৪)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আবীর রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত অলি আহম্মেদের ছোট ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আবীরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রেমিকার ওপর অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শামীম জানান, বেশ কিছুদিন ধরে ফেসবুকে এক কিশোরীর সঙ্গে আবীরের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তার প্রেমের খবর পরিবারে জানাজানি হয়। পরবর্তীতে পরিবার মেনে না নেওয়ায় তার প্রেমিকা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এতে হতাশাগ্রস্ত হয়ে অভিমানে সে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আবীরের বড় ভাই শিহাব উদ্দিন বলেন, ‘আমার জানা মতে তার কোনো শত্রু ছিল না।’

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব কর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার সত্যতা জানা যাবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ