হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরের নাম এমদাদুল ইসলাম আবীর (১৪)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আবীর রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত অলি আহম্মেদের ছোট ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আবীরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রেমিকার ওপর অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শামীম জানান, বেশ কিছুদিন ধরে ফেসবুকে এক কিশোরীর সঙ্গে আবীরের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তার প্রেমের খবর পরিবারে জানাজানি হয়। পরবর্তীতে পরিবার মেনে না নেওয়ায় তার প্রেমিকা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এতে হতাশাগ্রস্ত হয়ে অভিমানে সে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আবীরের বড় ভাই শিহাব উদ্দিন বলেন, ‘আমার জানা মতে তার কোনো শত্রু ছিল না।’

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব কর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার সত্যতা জানা যাবে।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার