সৌদিতে সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন বাংলাদেশি নাগরিক। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির নাজরান শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকসুদুর রহমানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকায়। তিনি ওই এলাকার সামছুদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাকসুদ তাঁর সহকর্মীদের সঙ্গে ট্যাক্সিক্যাবে কাজে যাচ্ছিলেন। সন্ধ্যায় নাজরান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাকসুদের মৃত্যু হয়। এ ছাড়া সঙ্গে থাকা তাঁর সহকর্মীরা মারাত্মক আহত হন। পরে পুলিশ এসে মাকসুদের মরদেহ মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।
মাকসুদের মৃত্যুতে এলাকায় মাতম চলছে।