হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মামার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মামার বাড়িতে বেড়াতে এসে ধান কাটার মেশিনের নিচে চাপা পড়ে বাঁধন সরকার (৭) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাধন উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গুচ্ছ গ্রামের সুশান্ত সরকারের ছেলে। সে তুল্লাপাড়া গুচ্ছগ্রামের মন্দির স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গুচ্ছগ্রাম এলাকা থেকে বাঁধন সরকার তার মায়ের সঙ্গে বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রামে মামা কৃঞ্চ সরকারের বাড়িতে বেড়াতে আসে। ওই দিনই মামা কৃঞ্চ সরকার ধান কাটার একটি মেশিন ভাড়া করে আনেন বাড়িতে। বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল বাঁধন। এ সময় মেশিনটি জমিতে নেওয়ার পথে সেটির পেছনের অংশের দিকে নিচে চাপা পড়ে বাধন। এর পর নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ধান কাটার মেশিনের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

 

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১