হোম > সারা দেশ > কুমিল্লা

রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়: হাসনাত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

লাকসাম পাইলট স্কুল মাঠে মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বাঙালি জাতি যখনই কোনো ক্রান্তিলগ্নে গিয়ে দাঁড়ায়, তখনই ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিয়ে আসছে। জুলাই বিপ্লবের ছাত্রদের ত্যাগের বিনিময় হিসাবে আমাদের শিক্ষা ও সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। আগামীতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে—ছাত্রসমাজকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’

আজ শনিবার কুমিল্লার লাকসাম পাইলট স্কুল মাঠে সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা যেন সে লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যাই। আওয়ামী লীগের সঙ্গে কোনো দল যদি আঁতাত করতে চায়, তাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সবাইকে দালালি পরিহার করে, দেশের জন্য কাজ করতে হবে।’

হাসনাত আরও বলেন, ‘কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানে না। আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়ে ছিল। তাই কুমিল্লাবাসীর প্রত্যাশা অনুযায়ী কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে।’

জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সদস্যসচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, রিফাত রশিদ, রাবির সমন্বয়ক মেহেদী হাসান, সিনথিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলালুর রহমান মজুমদার প্রমুখ।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার