চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬-২৫ মের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে কোনো ইউনিটের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত তা এখনো সিদ্ধান্ত হয়নি। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোর কমিটির প্রথম সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কোন ইউনিটের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে তা পরবর্তী সভায় নির্ধারণ করা হবে।’