হোম > সারা দেশ > নোয়াখালী

শেখ হাসিনার ছবির ব্যানার দিয়ে বই বিতরণ, ফেসবুকে ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি

চাটখিলে শেখ হাসিনার ছবির ব্যানার দিয়ে বই বিতরণ। ছবি: আজকের পত্রিকা

শেখ হাসিনার ছবির ব্যানার টানিয়ে নোয়াখালীর চাটখিলের একটি স্কুলের বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যে বই বিতরণের ওই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। এতে মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, উপজেলার বিদ্যালয়গুলোতে আজ শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই উৎসব না হলেও কিছু বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের আয়োজন করে কর্তৃপক্ষ। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন।

পৌর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনার ব্যানার রাখা ও সেটি ব্যবহার করে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা কোনো স্বাভাবিক ঘটনা না। এত দিন এ ব্যানারটি একই স্থানে বহাল তরিবতে রাখা মানে হাসিনাকে লালন করা। এর পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজের মোবাইলে একাধিক বার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। তবে স্থানীয় সাংবাদিকদের তিনি জানিয়েছেন, গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করার কারণে এমনটা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটোয়ারি বলেন, ‘বই বিতরণের কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার